০৪-০৫ অক্টোবর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আগারগাঁওয়ের বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটে ৭ম ক্রেতা-বিক্রেতা সম্মিলন ও পণ্য মেলা ২০২৩ আয়োজন। সম্মিলনে অংশগ্রহণ করেছেন বুটিক, পাটজাত, চামড়াজাত, হস্তশিল্প, জুয়েলারিসহ বিভিন্ন পণ্য উৎপাদনকারী ৮৫জন নারী-উদ্যোক্তা। ০৪ অক্টোবর ২০২৩ ৭ম ক্রেতা-বিক্রেতা সম্মিলন ও পণ্য মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকিয়া খানম এবং ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। পুরো কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান।