১৪-১৭ নভেম্বর ২০২৩ জাতিসংঘ ও বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর সহায়তাপুষ্ট ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (ITC)-এর আমন্ত্রণে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের নেতৃত্বে মহাব্যবস্থাপক ফারজানা খান এবং সহাকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমান সুইজারল্যান্ডের জেনেভায় ‘ITC SheTrades Hub বার্ষিক সভা’য় যোগদান করেন। সভায় ১৮টি দেশের ৪০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।