২৪ নভেম্বর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান ভারতের নয়াদিল্লীতে International Labor Organization (ILO) India কর্তৃক Ministry of MSME, Government of India-এর সহযোগিতায় আয়োজিত 'Promotion of Sustainable Enterprise for Local Development' দিনব্যাপী Conclave-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। তিনি Conclave-এর 'Enabling Environment for Promotion of Sustainable Enterprise for Inclusive Growth and Decent Work for All' সেশনে প্যানেল স্পিকার হিসেবে বাংলাদেশে এসএমই খাতের উন্নয়নে বিগত দেড় দশকে সরকারি পর্যায়ে গৃহীত নীতিমালা ও প্রকল্প সহায়তাসহ এসএমই ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন সফল কর্মসূচির বিষয়ে আলোকপাত করেন, যা সেশনে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছে প্রশংসিত হয়।