১৭ সেপ্টেম্বর ২০২৩ এসএমই খাতের উন্নয়নে যৌথ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শ্রীলঙ্কার এসএমই উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী Mr. Prasanna Ranaweera MP এবং শ্রীলঙ্কার ন্যাশনাল ক্র্যাফট কাউন্সিলের চেয়ারম্যান Mr. Sampath Erahapola-এর সাথে মতবিনিময় করেছেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। মতবিনিময় সভায় ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনার ও ফার্স্ট সেক্রেটারি এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহ উদ্দিন মাহমুদ, মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার, জনাব ফারজানা খান ও জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।