৩১ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার নারী-উদ্যোক্তাদের জন্য ‘অন্বেষা’র উদ্বোধন করেছে এসএমই ফাউন্ডেশন এবং দি এশিয়া ফাউন্ডেশন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, চেয়ারপার্সন, এসএমই ফাউন্ডেশন। বিশেষ অতিথি ছিলেন কাজী ফয়সাল বিন সিরাজ, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, দি এশিয়া ফাউন্ডেশন। সভাপতিত্ব করেন ড. মো. মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোহাম্মদ আবু ইউসুফ, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে জানানো হয়, একজন নারী-উদ্যোক্তা www.onnessha.com এ লগইন করে ব্যবসা পরিচালনা ক্ষেত্রে যে কোন পরামর্শ ও সেবা গ্রহণ সম্পর্কে তথ্য পেতে পারেন। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে নারী উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে যৌথভাবে Expanding Economic Opportunities for Women Entrepreneurs in Bangladesh: One-Stop Business Advisory Services Platform র্শীষক র্কাযক্রম বাস্তবায়নের নিমিত্তে ১২ অক্টোবর ২০২২ এসএমই ফাউন্ডশেন এবং দি এশিয়া ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।