২৪ নভেম্বর-০৩ ডিসেম্বর ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ১০ম জাতীয় এসএমই পণ্য মেলা আয়োজন। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের ৬০% ই নারী।এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। বিশেষ অতিথি শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, শিল্পসচিব জাকিয়া সুলতানা এবং এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্য এনায়েত হোসেন চৌধুরী। ১০ দিনের মেলার পাশাপাশি ২৭, ২৮ ও ২৯ নভেম্বর এসএমই উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন, নারী-উদ্যোক্তা, প্রযুক্তি, আইসিটি ও ক্লাস্টার উন্নয়নের ওপর আয়োজন করা হবে ৫টি সেমিনার। ১. ২৭ নভেম্বর ২০২২ বিকাল ০৩.০০টায় ‘CMSMEs’ Access to Finance in Bangladesh: Scope for Alternative Financing Options’ সেমিনারে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। ২. ২৯ নভেম্বর ২০২২ সকাল ১০.০০টায় ‘ বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবেলায় ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভূমিকা; ক্রস র্বডার ই-কর্মাসে এসএমই উদ্যোক্তাদের সম্ভাবনা’ সেমিনারে প্রধান অতিথি শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। ৩. ২৯ নভেম্বর ২০২২ বিকাল ০৩.৩০টায় ‘ক্রস বর্ডার ই-কমার্সে এসএমই উদ্যোক্তাদের সম্ভাবনা’ সেমিনারে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। ৪. ৩০ নভেম্বর ২০২২ সকাল ১০.০০টায় ‘Regional and Global Network for Women Entrepreneurs: A way forward to face probable crisis’ সেমিনারে প্রধান অতিথি শিল্পসচিব জাকিয়া সুলতানা। ৫. ৩০ নভেম্বর ২০২২ বিকাল ৩.০০টায় ‘এসএমই-তে প্রযুক্তি আধুনিকায়ণ: একাডেমিয়ার ভূমিকা’ সেমিনারে প্রধান অতিথি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন। এসএমই উদ্যোক্তাদের অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে এ বছর পাঁচটি ক্যাটাগরিতে ০৬জন উদ্যোক্তাকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২২’ প্রদান করা হয়েছে। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের সঞ্চালনায় মাইক্রো উদ্যোক্তা পুরুষ ক্যাটাগরিতে সেইফ ট্রেডিং কর্পোরেশনের মো. মোস্তফা কামাল, মাইক্রো উদ্যোক্তা নারী তুলিকা’র ইশরাত জাহান চৌধুরী, ক্ষুদ্র উদ্যোক্তা পুরুষ গণি ক্রিয়েশনের মো. মাহফুজুল গনি ও এমাস ফুটওয়্যারের মো. ওবায়দুল হক রাসেল, ক্ষুদ্র উদ্যোক্তা নারী তনিন স্পোর্টস অ্যান্ড ডেইরি’র মোছা. তাসলিমা খাতুন এবং মাঝারি উদ্যোক্তা পুরুষ ক্যাটাগরিতে রাজা মেটালের মো. নজরুল ইসলামের হাতে বর্ষসেরা উদ্যোক্তার ক্রেস্ট, সনদ ও পুরস্কারের চেক তুলে দেন অতিথিবৃন্দ।