এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের উন্নয়নে এসএমই বিজনেস ইনকিউবেশন সেন্টার (জহির স্মার্ট টাওয়ার (৫ম তলা), ২০৫/১/এ, পশ্চিম কাফরুল, বেগম রোকেয়া স্মরনী তালতলা, শের-ই- বাংলা নগর, ঢাকা-১২০৭) প্রতিষ্ঠা করেছে। উক্ত সেন্টার হতে উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের লক্ষ্যে ওয়ার্কিং স্পেস ( কম্পিউটার ও ইন্টারনেট সুবিধা), ব্যবসায় নেটওয়ার্কিং, প্রশিক্ষণ, মার্কেট লিংকেজ ও নতুন মার্কেট প্রাপ্তি, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা, বিজনেস অ্যাডভাইজারি সেবা, সভাকক্ষ ব্যবহার, ঋণ প্রাপ্তি বিষয়ে সহায়তা, গবেষনা ও পলিসি বিষয়ক সহায়তা, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, লিগ্যাল ইস্যুতে সহায়তা, সাপ্তাহিক উদ্যোক্তা আড্ডাসহ বিভিন্ন সেবা প্রদান করবে যা উদ্যোক্তাদের উন্নয়নে গুরুত্বপূর্ন্ ভূমিকা পালন করবে।
এসএমই ইনকিউবেশন সেন্টার লিফলেট | এসএমই ইনকিউবেশন সেন্টারের সেবা গ্রহনে আবেদন ফরম |
যোগাযোগ ঠিকানা:
এসএমই বিজনেস ইনকিউবেশন সেন্টার
জহির স্মার্ট টাওয়ার (৫ম তলা)
২০৫/১ বেগম রোকেয়া স্মরনী, ঢাকা-১২০৭
ফোন: 01675009689, 09696499802
Email: bic@smef.gov.bd
Location Map: