Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ নভেম্বর ২০২৪

এসএমই ইনকিউবেশন সেন্টার

এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের উন্নয়নে এসএমই বিজনেস ইনকিউবেশন সেন্টার (জহির স্মার্ট টাওয়ার (৫ম তলা), ২০৫/১/এ, পশ্চিম কাফরুল, বেগম রোকেয়া স্মরনী তালতলা, শের-ই- বাংলা নগর, ঢাকা-১২০৭) প্রতিষ্ঠা করেছে। উক্ত সেন্টার হতে উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের লক্ষ্যে ওয়ার্কিং স্পেস ( কম্পিউটার ও ইন্টারনেট সুবিধা), ব্যবসায় নেটওয়ার্কিং, প্রশিক্ষণ, মার্কেট লিংকেজ ও নতুন মার্কেট প্রাপ্তি, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা, বিজনেস অ্যাডভাইজারি সেবা, সভাকক্ষ ব্যবহার, ঋণ প্রাপ্তি বিষয়ে সহায়তা, গবেষনা ও পলিসি বিষয়ক সহায়তা, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, লিগ্যাল ইস্যুতে সহায়তা, সাপ্তাহিক উদ্যোক্তা আড্ডাসহ বিভিন্ন সেবা প্রদান করবে যা উদ্যোক্তাদের উন্নয়নে গুরুত্বপূর্ন্ ভূমিকা পালন করবে।

এসএমই ইনকিউবেশন সেন্টার লিফলেট এসএমই ইনকিউবেশন সেন্টারের সেবা গ্রহনে আবেদন ফরম

 

যোগাযোগ ঠিকানা:
এসএমই বিজনেস ইনকিউবেশন সেন্টার
জহির স্মার্ট টাওয়ার (৫ম তলা)
২০৫/১ বেগম রোকেয়া স্মরনী, ঢাকা-১২০৭
ফোন: 01675009689, 09696499802
Email: bic@smef.gov.bd

 

 

Location Map: