প্রশিক্ষণে পাট দিয়ে বিভিন্ন শৌখিন পণ্য যেমন, ট্রাভেল ব্যাগ, লেডিস ব্যাগ, খেলনা, শো-পিস, ওয়াল ম্যাট, আল্পনা, নকশীকাঁথা, জুতা, পর্দা, কার্পেট, গহনা ও গহনার বাক্সসহ বৈচিত্র্যময় পণ্য তৈরি, পণ্যের মানোন্নয়ন ও উদ্যোক্তাদের ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. আব্বাস আলী।