২০ ফেব্রুয়ারি ২০২৩ এসএমই ফাউন্ডেশন ও দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে নারী-উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে 'Financial Readiness for Women Entrepreneurs' প্রশিক্ষণ আয়োজন।
প্রশিক্ষণে আর্থিক পরিকল্পনার, বিনিয়োগ ও মূলধন, ব্যাংক ঋণের জন্য বুক কিপিং এর গুরুত্ব, ডকুমেন্টেশন ও প্রয়োজনীয় দলিলাদি, অর্থনীতিতে এসএমই-দের জন্য ফাইন্যান্সিয়াল সার্ভিসের স্বল্পতা, এসএমই-দের অবস্থান ও ব্র্যাক ব্যাংকের কার্যক্রম, নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনাসমূহ ও ব্যাংকের উদ্যোগ, ঋণ গ্রহনে আবশ্যক যোগ্যতা ও নথিপত্র, ব্যবসায়িক ঋণ গ্রহনের পূর্বে প্রস্তুতির বিষয়সমূহ, ব্যবসায়িক ঋণ গ্রহনের পরবর্তিতে করণীয় ইত্যাদি বিয়য়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহ উদ্দিন মাহমুদ, মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান। উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ মাসুদুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন, দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রিাম ম্যানেজার জনাব এজলাল হোসাইন। ব্যবস্থাপক জনাব সৈয়দা সুলতানা ইয়াসমিন। প্রশিক্ষণে মোট ৩০ জন করে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।