Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ মার্চ ২০২৫

১২-১৩ মার্চ ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইনষ্টিটিউট অব এসএমই ফাউন্ডেশনে বিজনেস ইনকিউবেশন সেন্টারের ইনকিউবেটিদের নেতৃত্বগুণ ও উপস্থাপন দক্ষতার বৃদ্ধির লক্ষ্যে ‘Leadership and Presentation Skill Development’ আয়োজন।


প্রকাশন তারিখ : 2025-03-16

১২-১৩ মার্চ ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইনষ্টিটিউট অব এসএমই ফাউন্ডেশনে বিজনেস ইনকিউবেশন সেন্টারের ইনকিউবেটিদের নেতৃত্বগুণ ও উপস্থাপন দক্ষতার বৃদ্ধির লক্ষ্যে ‘Leadership and Presentation Skill Development’ আয়োজন।


প্রশিক্ষক ছিলেন জনাব মো. আনিসুর রহমান, পরিচালক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সেশন পরিচালনা করেন জনাব মো. আবু নাসের, উপসচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও জনাব এম আলমগীর, মিডিয়া ব্যক্তিত্ব ও কন্টেন্ট ক্রিয়েটর। প্রশিক্ষণে তাত্ত্বিক তথ্যর চাইতে ভিডিওগ্রাফি, কেসস্টাডি এবং নাটিকার মাধ্যমে নেতৃত্বের গুণাবলী এবং এর সফলতা উদ্যোক্তাদের কাছে তুলে ধরা হয়।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মো. আব্দুস সালাম সরদার, সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. আব্বাস আলী ও জনাব সৈয়দা সুলতানা ইয়াসমিন। ইনকিউবেটি ছাড়াও কয়েকজন সম্ভাবনাময় উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।