Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ডিসেম্বর ২০২৪

২৬-২৮ নভেম্বর ২০২৪ অনলাইন ব্যবসায় নিয়োজিত নারী-উদ্যোক্তাদের উন্নয়ন এবং তাঁদের আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যৌথ উদ্যোগে বগুড়ায় 'Online Business Management and Financial Literacy for Women Entrepreneurs' কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-12-02

২৬-২৮ নভেম্বর ২০২৪ অনলাইন ব্যবসায় নিয়োজিত নারী-উদ্যোক্তাদের উন্নয়ন এবং তাঁদের আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যৌথ উদ্যোগে বগুড়ায় 'Online Business Management and Financial Literacy for Women Entrepreneurs' কর্মশালা আয়োজন।

কর্মশালা বগুড়ার বিভিন্ন উপজেলার ৩৬জন নারী-উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় নারী-উদ্যোক্তাদের অনলাইনে উপস্থিতি আরো কার্যকর করার লক্ষ্যে ই-কমার্স, এফ-কমার্স, ফেসবুকে ব্যবসায়িক পেজ পরিচালনা ও বুস্টিং, কাস্টমার রিচ বৃদ্ধি করা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। রিসোর্সপার্সন ছিলেন ফাউন্ডেশনের ট্রেইনারস পুলের সুদক্ষ আইসিটি রিসোর্স জনাব রিফাত আল মাহমুদ।
নারী-উদ্যোক্তাগণ যাতে সহজেই নিজেদের ব্যবসায়িক প্রমোশনাল টুলগুলো তৈরি করতে পারে, সে লক্ষ্যে অনলাইন গ্রাফিক ডিজাইন টুল ‘ক্যানভা’ এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। এর মাধ্যমে উদ্যোক্তাগণদের সোস্যাল মিডিয়া পোস্ট ও অ্যাড তৈরি, ব্যাবসায়িক প্রচার প্রসারে ব্যবহৃত বিভিন্ন টুল তৈরি, জিআইএফ ভিডিও তৈরি বিষয়ে ধারণা লাভ করেন। এই বিষয়ে সেশন পরিচালনা করেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপক জনাব মো. নাজমুল ইসলাম।
নারী-উদ্যোক্তাদের ব্যাংক ঋণ প্রাপ্তি সহজ করার, ডকুমেন্টেশনের গুরুত্ব এবং নারীদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধির লক্ষ্যে সেশন পরিচালনসা করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর বগুড়ার হেড অব ব্রাঞ্চ জনাব এসএম তাইমুম রহমান।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মাসুদুর রহমান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অফ বিজনেস ব্যাংকিং প্রোডাক্ট জনাব মিশায়েল আবু ইমাম, ফাউন্ডেশনের ব্যাবস্থাপক জনাব নাজমা খাতুন এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর বগুড়ার হেড অব ব্রাঞ্চ জনাব এসএম তাইমুম রহমান।
প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।