Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ মার্চ ২০২৫

০৬ মার্চ ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে অন্তর্ভুক্তির লক্ষ্যে এসএমই-বান্ধব ট্যাক্স, ভ্যাট, ট্যারিফ ও আর্থিক প্রণোদনা সংশ্লিষ্ট প্রস্তাবনা প্রস্তুতকরণের লক্ষ্যে ৪র্থ পরামর্শ সভা আয়োজন।


প্রকাশন তারিখ : 2025-03-09

০৬ মার্চ ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে অন্তর্ভুক্তির লক্ষ্যে এসএমই-বান্ধব ট্যাক্স, ভ্যাট, ট্যারিফ ও আর্থিক প্রণোদনা সংশ্লিষ্ট প্রস্তাবনা প্রস্তুতকরণের লক্ষ্যে ৪র্থ পরামর্শ সভা আয়োজন।


২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাবনা অন্তর্ভুক্তির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনে উদ্যোগে এসএমই খাতের উন্নয়নে ট্যাক্স, ভ্যাট, ট্যারিফ, আর্থিক প্রণোদনা বিষয়ে নির্দিষ্ট সুপারিশমালা তৈরির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন বিভিন্ন ক্লাস্টার প্রতিনিধিদের সাথে পরামর্শ সভা আয়োজন করা হয়েছে। ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে পরামর্শ সভায় যশোর নকশিকাঁথা অ্যাসোসিয়েশন, সাতক্ষীরার নলতা গজ-ব্যান্ডেজ ব্যবসায়ী মালিক সমিতি নরসিংদী টেক্সটাইল মিলস ক্লাস্টার, সিরাজগঞ্জের শাহজাদপুর ক্লাস্টার (তাঁতপল্লী), বগুড়া লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টার, মৌলভীবাজার আগর-আতর ক্লাস্টার, পিরোজপুর মৃৎ শিল্প ক্লাস্টার, চাঁপাইনবাবগঞ্জ নকশী ক্লাস্টার, মানিকগঞ্জের সাটুরিয়া হ্যান্ডলুম ক্লাস্টার, ঢাকার সাভারের ভাকুর্তা আর্টিফিশিয়াল জুয়েলারি ক্লাস্টারের প্রতিনিধিবৃন্দ সরাসরি এবং অনলাইনে উপস্থিত ছিলেন। এছাড়া ফাউন্ডেশনের গবেষণা ও পলিসি অ্যাডভোকেসি উইং-এর উপমহাব্যবস্থাপক জনাব মৌসুমী রায়, উপব্যবস্থাপক জনাব মঈনুল ইসলাম ও জনাব মো. আলমগীর হোসাইন, পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি জনাব মোস্তফা ইকবাল ও Swiss Biohygienie Equipment প্রতিষ্ঠানের প্রতিনিধি সভায় সরাসরি উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রেরণের লক্ষ্যে আয়োজিত এটি ৪র্থ পরামর্শ সভা। ইতঃপূর্বে ২৭ জানুয়ারি ২০২৫, ২৯ জানুয়ারি ২০২৫ এবং ২০ ফেব্রুয়ারি ২০২৫ সংশ্লিষ্ট চেম্বার, অ্যাসোসিয়েশন এবং উদ্যোক্তা প্রতিনিধিবৃন্দের সাথে আরও তিনটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।