১৮-২২ নভেম্বর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও সিলেট উইমেন চেম্বারের সহযোগিতায় সিলেটে ‘বহুমুখী পাটজাত পণ্য তৈরি’ প্রশিক্ষণ আয়োজন।
প্রকাশন তারিখ
: 2023-11-23
১৮-২২ নভেম্বর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও সিলেট উইমেন চেম্বারের সহযোগিতায় সিলেটে ‘বহুমুখী পাটজাত পণ্য তৈরি’ প্রশিক্ষণ আয়োজন।
পাটজাত পণ্য তৈরি অথবা সংশ্লিষ্ট উৎপাদন প্রতিষ্ঠানের সাথে জড়িতদের অংশগ্রহণে প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশকে সোনালী আঁশের দেশ বলা হয়। বাংলাদেশের সোনালী আঁশ অর্থাৎ পাটের মান অন্যান্য দেশের চেয়ে উন্নত। পাট থেকে একদিকে যেমন প্রয়োজনীয় পণ্য তৈরি করা যায় অন্যদিকে বিভিন্ন শৌখিন পণ্যও তৈরি করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী ২০২৩ সালকে পাটবর্ষ হিসেবে ঘোষণা করেছেন। বৈচিত্র্যময় পণ্য তৈরি, পণ্যের মানোন্নয়ন ও উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণটি আয়োজন করা হয়। প্রশিক্ষণে ৩০জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ। এছাড়া উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্য ও সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি স্বর্ণলতা রায়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।