Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ ডিসেম্বর ২০২৪

০৩-০৫ ডিসেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহীতে নারী-উদ্যোক্তাদের জন্য ‘গহনা তৈরি ও আর্থিক স্বাক্ষরতা’ কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-12-08

০৩-০৫ ডিসেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহীতে নারী-উদ্যোক্তাদের জন্য ‘গহনা তৈরি ও আর্থিক স্বাক্ষরতা’ কর্মশালা আয়োজন।

এসএমই ফাউন্ডেশনের নারী-উদ্যোক্তা উন্নয়ন উইং এবং ব্র্যাক ব্যাংকের উদ্যোগে ০৩-০৫ ডিসেম্বর ২০২৪ রাজশাহীতে গহনা তৈরি ও আর্থিক স্বাক্ষরতা কর্মশালা আয়োজন করা হয়। রাজশাহী ইউসেপ-এর প্রশিক্ষণ কক্ষে আয়োজিত কর্মশালায় গহনা ও ফ্যাশন ডিজাইন ব্যবসার সাথে জড়িত ৩০জন নারী-উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিবিয়ানার স্বত্তাধিকারী জনাব লিপি খন্দকার ।
কর্মশালায় উদ্যোক্তাগণ গহনা তৈরির বিভিন্ন কলাকৌশল, ডিজাইন ও কালার সেন্স ডেভেলপমেন্ট, দেশীয় কাঁচামালের ব্যবহারে আধুনিক জুয়েলারি, ফ্যাশন গার্মেন্টস-এর উদ্দিষ্ট অংশকে ব্যবহার করে নান্দনিক ডিজাইনের গহনা (আপ সাইকেলিং গহনা) তৈরির বিষয়ে ব্যবহারিক শিক্ষা প্রদান করা হয়। কর্মশালার ৩য় দিন ব্র্যাক ব্যাংকের হেড অব উইমেন অন্ট্রোপ্রেনার সেল জনাব খাদিজা মারিয়াম নারী-উদ্যোক্তাদের বুক কিপিং-এর প্রয়োজনীয়তা ও পদ্ধতি, ঋণ প্রাপ্তির জন্য আর্থিক স্বাক্ষরতা, ডকুমেন্টেশনের গুরুত্ব বিষয়ে ধারণা প্রদান করেন। উল্লেখ্য, কর্মশালায় অংশগ্রহণকারীদের মেন্টরিং-এর মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে মানোন্নয়নকৃত জুয়েলারি আসন্ন ক্রেতা-বিক্রেতা সম্মেলনে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।
কর্মশালা শেষে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক জনাব সৈয়দা সুলতানা ইয়াসমিন, সহকারী ব্যবস্থাপক জনাব ইমরাত ই জান্নাত ইমু উদ্যোক্তাদের মাঝে সনদ প্রদান করেন।