Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ August ২০২৩

০৮ আগস্ট ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় 'Stakeholder Consultation on Strengthening of Natural Fiber-based Value Chain for SME Development' আয়োজন।


প্রকাশন তারিখ : 2023-08-09

০৮ আগস্ট ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় 'Stakeholder Consultation on Strengthening of Natural Fiber-based Value Chain for SME Development' আয়োজন।

এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মো. মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন। অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্য জনাব মো. রাশেদুল করীম মুন্না বক্তব্য প্রদান করেন। প্রাকৃতিক উৎস হতে সংগৃহীত আঁশ ও আঁশজাত পণ্যের উৎপাদন, মানোন্নয়ন, বিপণন, গবেষণা ও প্রযুক্তি সংশ্লিষ্ট ২৫জন উদ্যোক্তা, প্রতিনিধি ও বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কৃষি বর্জ্য ও অন্যান্য উপজাতের যথাযথ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং তা হতে অধিক মূল্য সংযোজিত আঁশজাত পণ্যের উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।