Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ সেপ্টেম্বর ২০২৪

২৫ সেপ্টেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ’Stakeholder Consultation Meeting on Handicrafts Sector’ মতবিনিময় সভা আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-09-25

২৫ সেপ্টেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ’Stakeholder Consultation Meeting on Handicrafts Sector’ মতবিনিময় সভা আয়োজন।

2024-09-26-04-04-94c2ee1024ac178dbd18e8661a28cde8
হস্তশিল্প সেক্টরের ৫০জন উদ্যোক্তা অংশগ্রহণে আয়োজিত সভায় এই খাতের দীর্ঘ কর্মঅভিজ্ঞতার আলোকে তথ্য বিনিময় করেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক ও বেঙ্গল ব্রেইডেড রাগস্এ-র ভাইস প্রেসিডেন্ট জনাব শাহেদুল ইসলাম হেলাল এবং পণ্যের নতুনত্ব ও ডিজাইন বিষয়ে ধারণা প্রদান করেন ডিজাইনার জনাব শৈবাল সাহা । দেশীয় এবং আন্তর্জাতিক বাজার সম্পর্কে ধারণা প্রদান করেন ’অপরাজেয়’-এর স্বত্বাধিকারী কাজী মনির হোসেন । এছাড়া পণ্য রপ্তানির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তরঙ্গ এর সত্বাধিকারী কোহিনুর ইসলাম, ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্প সংরক্ষণ ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন যথাশিল্পের স্বত্বাধিকারী ডিজাইনার জনাব শাওন আকন্দ । সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী এবং সমাপনী বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহউদ্দিন মাহমুদ । সভা সঞ্চালনা করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপক জনাব মোসা. নাজমা খাতুন। সভায় উদ্যোক্তাবৃন্দ তাঁদের সমস্যা, সংকট,করণীয় বিষয়ে বিভিন্ন সুপারিশ পেশ করেন, যার আলোকে এসএমই ফাউন্ডেশন ভবিষ্যত কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।