Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd নভেম্বর ২০২০

২৩ নভেম্বর ২০২০ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং Friedrich-Ebert-Stiftung (FES) Bangladesh এর সহায়তায় অনলাইনে ‘Development of SMEs in Bangladesh: Lessons from German Experiences’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ।


প্রকাশন তারিখ : 2020-11-23

২৩ নভেম্বর ২০২০ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং Friedrich-Ebert-Stiftung (FES) Bangladesh এর সহায়তায় অনলাইনে ‘Development of SMEs in Bangladesh: Lessons from German Experiences’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ।

 

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বিশেষ অতিথি ছিলেন জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি এবং বাংলাদেশের জার্মানির রাষ্ট্রদূত Peter Fahrenholtz। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুল ইসলাম এবং বক্তব্য রাখেন এফইএস, বাংলাদেশ-এর আবাসিক প্রতিনিধি টিনা ব্লুম। গবেষণা প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. এম এ বাকী খলীলী এবং প্রতিবেদনের ওপর আলোচনা করেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. তৈয়বুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসেন সিদ্দিকী এবং সিপিডি’র গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।