৩০ এপ্রিল ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে কুষ্টিয়ার কুমারখালী টেক্সটাইল শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় অর্থায়ন সম্ভাবনা চিহ্নিতকরণে পরিদর্শন কর্মসূচি ও মতবিনিময় সভা আয়োজন।
পরিদর্শন দলে এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপক (ফাইন্যান্স এন্ড ক্রেডিট সার্ভিসেস) জনাব সাজু বড়ুয়া এবং ব্র্যাক ব্যাংক পিএলসি-এর কুষ্টিয়া রিজিয়নের প্রধান (টেরিটরি ম্যানেজার) জনাব মো. তৌহিদ ও এরিয়া ম্যানেজার (কুমারখালী) জনাব মৃত্যুঞ্জয় দে উপস্থিত ছিলেন। মার্চেন্ট এসোসিয়েশন, কুমারখালীর সহায়তায় টেক্সটাইল শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাগণ মতবিনিময় সভায় উপস্থিত থেকে তাঁদের ব্যবসায়িক কার্যক্রম বিষয়ে ধারণা প্রদান করেন। ব্র্যাক ব্যাংক পিএলসি-এর কর্মকর্তাবৃন্দ উদ্যোক্তাগণকে ঋণ গ্রহণে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্নে ধারণা প্রদানসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় টেক্সটাইল শিল্প ক্লাস্টারের নেতৃবৃন্দসহ প্রায় ত্রিশোধিক উদ্যোক্তা সভায় অংশ নেন। মতবিনিময় সভা শেষে পরিদর্শনদল বিভিন্ন উদ্যোক্তা প্রতিষ্ঠান ভিজিট করেন।
উল্লেখ্য, ইতোমধ্যে ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কার্যক্রমের আওতায় এ ক্লাস্টারে বিভিন্ন উদ্যোক্তাকে অর্থায়ন করা হয়েছে এবং ভবিষ্যতে এ ক্লাস্টারে ঋণ প্রবাহ বৃদ্ধিতে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে কুমারখালী উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যানসহ ক্লাস্টারের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।