Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জুন ২০২৪

২৩ জুন ২০২৪ এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় 'রিভলভিং তহবিল' থেকে ৩য় দফায় ঋণ বিতরণের লক্ষ্যে ইউনাইটেড ফাইন্যান্সের কর্মকর্তাবৃন্দের সাথে অনলাইনে মতবিনিময় সভার আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-06-23

২৩ জুন ২০২৪ এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় 'রিভলভিং তহবিল' থেকে ৩য় দফায় ঋণ বিতরণের লক্ষ্যে ইউনাইটেড ফাইন্যান্সের কর্মকর্তাবৃন্দের সাথে অনলাইনে মতবিনিময় সভার আয়োজন।

এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় 'রিভলভিং তহবিল' থেকে ৩য় দফায় সারা দেশের উৎপাদন ও সেবা খাতের উদ্যোক্তাসহ ক্লাস্টার, ক্লায়েন্টেল ও অ্যাসোসিয়েশন সদস্য উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণের লক্ষ্যে ইউনাইটেড ফাইন্যান্সের এসএমই বিভাগের প্রধানসহ উক্ত বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে অনলাইনে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার উদ্দেশ্য ছিল মূলত ৩য় দফার আওতায় স্বাক্ষরিত চুক্তিনামার শর্তাবলী স্পষ্টীকরণ এবং ঋণ সম্পর্কিত বিবিধ ধারণা প্রদান করা। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব সালাহউদ্দিন মাহমুদ। চুক্তিনামার শর্তাবলী এবং ঋণ সম্পর্কিত বিষয়সমূহ উপস্থাপন করেন ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহা। উল্লেখ্য, সভাটি ফাউন্ডেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ এবং ব্যাংকের এসএমই ডিভিশনের কর্মকর্তাবৃন্দের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত হয়।