২৫ জুন ২০২৪ এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় 'রিভলভিং তহবিল' থেকে ৩য় দফায় ঋণ বিতরণের লক্ষ্যে এনআরবিসি ব্যাংকের বিভিন্ন শাখার প্রতিনিধিদের সাথে অনলাইনে মতবিনিময় সভার আয়োজন।
প্রকাশন তারিখ
: 2024-06-25
২৫ জুন ২০২৪ এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় 'রিভলভিং তহবিল' থেকে ৩য় দফায় ঋণ বিতরণের লক্ষ্যে এনআরবিসি ব্যাংকের বিভিন্ন শাখার প্রতিনিধিদের সাথে অনলাইনে মতবিনিময় সভার আয়োজন।
এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় 'রিভলভিং তহবিল' থেকে ৩য় দফায় সারা দেশের উৎপাদন ও সেবা খাতের উদ্যোক্তাসহ ক্লাস্টার, ক্লায়েন্টেল ও অ্যাসোসিয়েশন সদস্য উদ্যোক্তা এবং নারী-উদ্যোক্তাদের ঋণ বিতরণের লক্ষ্যে এনআরবিসি ব্যাংকের এসএমই বিভাগের প্রধানসহ উক্ত বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও এনআরবিসি ব্যাংকের বিভিন্ন শাখার প্রতিনিধিদের সাথে অনলাইনে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ৩য় দফার আওতায় স্বাক্ষরিত চুক্তিনামার শর্তাবলী স্পষ্টীকরণ এবং ঋণ সম্পর্কিত বিবিধ ধারণা প্রদান করা। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব সালাহউদ্দিন মাহমুদ। চুক্তিনামার শর্তাবলী এবং ঋণ সম্পর্কিত বিষয়সমূহ উপস্থাপন করেন ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহা।
উদ্যোক্তাদের লোন বিষয়ক আকাঙ্ক্ষা পূরণে উক্ত চুক্তির আওতায় এসএমই ফাউন্ডেশন ও এনআরবিসি ব্যাংক পিএলসি এর মধ্যে সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচন হবে মর্মে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।