২১ মার্চ ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে যশোরের নরেন্দ্রপুর ক্রিকেট ব্যাট ক্লাস্টারের উদ্যোক্তারা পিরোজপুরের বলদিয়া ক্রিকেট ব্যাট ক্লাস্টার পরিদর্শন এবং উদ্যোক্তাদের আনুষ্ঠানিক ব্যাংকিং বিষয়ে উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা আয়োজন।
প্রকাশন তারিখ
: 2023-03-22
২১ মার্চ ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে যশোরের নরেন্দ্রপুর ক্রিকেট ব্যাট ক্লাস্টারের উদ্যোক্তারা পিরোজপুরের বলদিয়া ক্রিকেট ব্যাট ক্লাস্টার পরিদর্শন এবং উদ্যোক্তাদের আনুষ্ঠানিক ব্যাংকিং বিষয়ে উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা আয়োজন।
সভায় যশোর ও বলদিয়ার উদ্যোক্তাগণ এবং এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রিসোর্স পার্সন ছিলেন ব্র্যাক ব্যাংক বরিশাল বিভাগের টেরিটরি ম্যানেজার জনাব মো. মোহাবুবুল ইসলাম এবং ব্র্যাক ব্যাংক, স্বরূপকাঠি, পিরোজপুরের সিনিয়র অফিসার ও অ্যাসোসিয়েট ম্যানেজার জনাব মো. মেহেদী হাসান।
এসময় যশোরের উদ্যোক্তারা বলদিয়া ক্রিকেট ব্যাট ক্লাস্টারের বিভিন্ন কারখানা ও শোরুম পরিদর্শন করেন এবং কাঁচামাল, উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে পণ্য বাজারজাতকরণ পর্যন্ত বিভিন্ন ধাপ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। এক্সপোজার ভিজিট কর্মসূচি ক্লাস্টারসমূহের মধ্যে নেটওয়ার্কিং, ব্যবসার বিভিন্ন সুবিধা-অসুবিধা সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি উদ্যোক্তারা ক্লাস্টারসমূহের পণ্য সম্পর্কে সম্যক ধারণা লাভে বিশেষ ভূমিকা পালন করবে। উক্ত পরিদর্শন কর্মসূচির মাধ্যমে উল্লিখিত ক্লাস্টারসমূহের মধ্যে পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠবে, একে অপরের পণ্য সম্পর্কে সম্যক ধারণা পাবে, তাঁরা তাঁদের ব্যবসায়ের বিভিন্ন সুবিধা-অসুবিধা সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে পারবে, তাঁদের পণ্যের বাজার সম্পর্কে ধারণা অর্জন করবে এবং সর্বোপরি ক্লাস্টার দু'টির মধ্যে ব্যবসায়িক নেটওয়ার্কিং গড়ে উঠবে। এছাড়া ব্যাংক প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের ফলে ক্লাস্টারগুলোতে ফরমাল ব্যাংকিং চ্যানেল গড়ে উঠা, ঋণ প্রাপ্তি এবং ক্লাস্টার ফাইন্যান্সিং এর পথ সুগম হবে।