Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩

২৩-২৭ ফেব্রুয়ারি ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ হোসিয়ারি ক্লাস্টারের উদ্যোক্তাদের জন্য ‘হোসিয়ারি পণ্যের বৈচিত্র্যকরণ’ প্রশিক্ষণ আয়োজন।


প্রকাশন তারিখ : 2023-02-28

২৩-২৭ ফেব্রুয়ারি ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ হোসিয়ারি ক্লাস্টারের উদ্যোক্তাদের জন্য ‘হোসিয়ারি পণ্যের বৈচিত্র্যকরণ’ প্রশিক্ষণ আয়োজন।

১৯৫০-এর দশকে যাত্রা শুরু করে গোবিন্দগঞ্জের নয়ারহাট, কোচাঁশহর এলাকার প্রায় হাজারেরও বেশী হোসিয়ারি কারখানা নিয়ে বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ শিল্প ক্লাস্টার। বহু সমস্যা ও সীমাবদ্ধতা নিয়েও এখানকার হোসিয়ারি শিল্প এগিয়ে চলছে হাঁটি হাঁটি পা পা করে। ৫-৬ টি গ্রাম নিয়ে ক্লাস্টারটি অবস্থিত। এখানে ছোট বড় প্রায় ১ হাজার প্রতিষ্ঠান রয়েছে। তবে এসএমই পর্যায়ের প্রতিষ্ঠান রয়েছে ৩০০-৩৫০টি। প্রায় ২০ হাজার নারী ও পুরুষ এই শিল্পে কর্মী হিসেবে কাজ করছে। উক্ত ক্লাষ্টারের বাৎসরিক আয়ের পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। ক্লাস্টারকে শতভাগ রপ্তানীমুখী করার জন্য প্রথম পর্যায়ে ‘ডিজাইন ডেভেলপমেন্ট’ বিষয়ক একটি প্রশিক্ষণ প্রদান করা হয়। এরই ধারাবহিকতায় ২য় পর্যায়ে ‘হোসিয়ারি পণ্যের বৈচিত্র্যকরণ’ প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রশিক্ষণে ৩০জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।