Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ নভেম্বর ২০২৪

০৪-০৫ নভেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে হবিগঞ্জ জেলার লাইট ইঞ্জিনিয়ারিং, বেকারি, অ্যাগ্রো, ফার্নিচার সেক্টরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রযুক্তিগত উন্নয়ন সাধনের লক্ষ্যে উক্ত সেক্টরের নেতৃবৃন্দ ও স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-11-06

০৪-০৫ নভেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে হবিগঞ্জ জেলার লাইট ইঞ্জিনিয়ারিং, বেকারি, অ্যাগ্রো, ফার্নিচার সেক্টরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রযুক্তিগত উন্নয়ন সাধনের লক্ষ্যে উক্ত সেক্টরের নেতৃবৃন্দ ও স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা আয়োজন।


৪ নভেম্বর ২০২৪ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পরিদর্শনের মাধ্যমে পণ্যের ধরণ, গুণগত মান, ব্যবহৃত প্রযুক্তি, প্রযুক্তিগত উন্নয়ন ক্ষেত্র সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করে ফাউন্ডেশনের প্রতিনিধিদল। ৫ নভেম্বর ২০২৪ এসএমই সেক্টরসমূহের ৩০জন নেতৃবৃন্দ, স্টেকহোল্ডার ও উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত জেলার লাইট ইঞ্জিনিয়ারিং, বেকারি ও অ্যাগ্রো, ফার্নিচার শিল্পের আধুনিকায়নের লক্ষ্যে সময় ও ব্যয় সাশ্রয়ী বিভিন্ন কলাকৌশল, ব্যবস্থাপনা পদ্ধতি ও প্রযুক্তি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করার লক্ষ্যে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সদস্য জনাব মো. দেওয়ান মিয়া, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমতি, হবিগঞ্জ জেলা শাখার প্রেসিডেন্ট জনাব মো. ফারুক মিয়া, সেক্রেটারি মো. উজ্জ্বল মিয়া, হবিগঞ্জ ফার্নিচার শিল্পের উদ্যোক্তা জনাব মো. সেলিম মিয়াসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং উদ্যোক্তাগণ। আলোচ্য পরিদর্শন ও মতবিনিময়ের আলোকে উক্ত জেলায় খাতভিত্তিক কারিগরি ও প্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শ, এসএমই ফাউন্ডেশনের অর্জিত অভিজ্ঞতা এবং সেক্টর সমূহের উদ্যোক্তাগণের মতামতের সমন্বয়ে আধুনিক কলাকৌশল বাস্তবায়ন সম্ভব এমন ট্রেনিং ও ডেমনেস্ট্রেশন কর্মসূচি আয়োজন করা হবে।