Strengthening SME's Business Intelligence and Data Analysis প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন
প্রকাশন তারিখ
: 2025-01-16
এসএমই ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং Asian Productivity Organization (APO), Japan এর সহযোগিতায় ১২-১৬ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত Strengthening SME's Business Intelligence and Data Analysis শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের Data Analysis এ দক্ষতাবৃদ্ধি, যা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নে সহায়তা করবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তাত্ত্বিক জ্ঞান অর্জন করার পাশাপাশি হাতে-কলমে কাজ করার সুযোগ পেয়েছে এবং দলগত উপস্থাপনা প্রদান করে। প্রশিক্ষণে Korea University Seoul, ROK এর অধ্যাপক Dr. Haeil Jung রিসোর্সপার্সন হিসেবে দায়িত্ব পালন করে।
প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে APO Secretariate হতে জনাব তানভীর ফয়সাল, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান এবং ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব মোঃ নূরুজ্জামান এনডিসি, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসএমই ফাউন্ডেশনের এই উদ্যোগ দেশের এসএমই খাতের ডিজিটালাইজেশন ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।