১২-১৬ জানুয়ারি ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে দিনাজপুরে ‘ফাস্ট ফুড প্রস্তুতকরণ’ প্রশিক্ষণ আয়োজন।
প্রশিক্ষণে ক্রিসপি চিকেন ফ্রাই, চাওমিন, স্টক, স্যুপ, অন্থন, নাগেটস, পিৎজা, গার্লিক ব্রেড, গার্লিক সস, মেয়োনিজ, কোল্ড কফি, চিকেন বান, হট ডগ, বার্গার, ক্লাব স্যান্ডউইচসহ প্রায় ২০ প্রকারের আইটেম রেসিপিসহ তৈরি করা শেখানো হয়। দিনাজপুর জেলা হতে খাবার তৈরির সাথে সম্পৃক্ত এমন ৩০জন উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কর্মকর্তা জনাব মোরশেদ আলি খান। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপক জনাব সালমা সুলতানা উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়।