১৯-২০ ডিসেম্বর এবং ২১-২২ ডিসেম্বর ২০২৩ উদ্যোক্তাদের জন্য এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে CANVA (ডিজাইন টুল) আয়ত্বকরণে প্রশিক্ষণ আয়োজন।
নারী-উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে তাঁদের ব্যবসায়িক প্রমোশনের জন্য¨ ITC She trades Bangladesh hub এর ব্যানারে CANVA (ডিজাইন টুল) আয়ত্বকরণে দুই ব্যাচ প্রশিক্ষণের আয়োজন করা হয়|
ইন্সটিটিউট অব এসএমই ফাউন্ডেশনে আয়োজিত প্রশিক্ষণে ৪০-জন নারী-উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে CANVA ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন যেমন: সোশ্যাল মিডিয়া পোস্ট, বিজ্ঞাপন, লোগো, বিজনেস কার্ড, পোস্টার, ব্যানার, প্রেজেন্টেশন, মার্কেটিং, ভিডিও এডিটিং এবং জিআইএফ তৈরির ব্যাপারে সম্যক ধারণা প্রদান করা হয়। কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন আইটিসি গাইডেড ক্যানভা প্রশিক্ষক ও উপব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন জনাব মো. নাজমুল ইসলাম এবং কাজী নিশাত, লিড ট্রেইনার, ডিজিটাল মার্কেটিং।
প্রশিক্ষণ শেষে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহ উদ্দিন মাহমুদ, মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান, সহকারী মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মাসুদুর রহমান, ব্যবস্থাপক জনাব সৈয়দা সুলতানা ইয়াসমিন, জনাব তানভীর আহমেদ, রিজিওনাল কো- অর্ডিনেটর ITC She trades hub এর উপস্থিতিতে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়।