Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd ডিসেম্বর ২০২৩

২৮ নভেম্বর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের আর্থিক অভিগম্যতা বৃদ্ধিসহ তাঁদের অর্থনৈতিক সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে 'Acceleration Program on Financial Literacy for Financial Inclusion of SMEs' আয়োজন।


প্রকাশন তারিখ : 2023-11-30
২৮ নভেম্বর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের আর্থিক অভিগম্যতা বৃদ্ধিসহ তাঁদের অর্থনৈতিক সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে 'Acceleration Program on Financial Literacy for Financial Inclusion of SMEs' আয়োজন।
সভায় ঋণ পাওয়ার যোগ্য হওয়া সত্বেও যথাযথ প্রস্তুতি কিংবা ম্যাচমেকিং-এর অভাবে ঋণ সেবা না পাওয়া উদ্যোক্তাদের গ্রুমিং ও ব্যাংকের সাথে সংযোগ স্থাপন করানো হয়। সভার উদ্বোধন করেন জনাব সালাহ উদ্দিন মাহমুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন এবং উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মো. নাজিম হাসান সাত্তার, মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন। ফাউন্ডেশনের অংশীদার আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে অন্যতম শাহজালাল ইসলামী ব্যাংকের এসএমই প্রধান জনাব মো. আবদুর রহিম সভায় উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যার সমাধান করেন এবং তাৎক্ষণিক পর্যবেক্ষণ সাপেক্ষে ঋণ আবেদন গ্রহণ করেন। এছাড়া উদ্যোক্তাদের আর্থিক পরিকল্পনা, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ব্যাংক ঋণ পাওয়ার উপায়, ডিজিটাল ব্যাংকিং এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সম্পর্কে ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহা সার্বিক ধারণা প্রদান করেন। দিনব্যাপী সেশনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।