Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd মার্চ ২০২৫

২৫-২৭ ফেব্রুয়ারি ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এসএমই বিজনেস ইনকিউবেশন সেন্টারের ইনকিউবেটিদের জন্য ঢাকায় ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশনে ‘Bankable Project Proposal Preparation’ প্রশিক্ষণ আয়োজন।


প্রকাশন তারিখ : 2025-03-02

২৫-২৭ ফেব্রুয়ারি ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এসএমই বিজনেস ইনকিউবেশন সেন্টারের ইনকিউবেটিদের জন্য ঢাকায় ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশনে ‘Bankable Project Proposal Preparation’ প্রশিক্ষণ আয়োজন।


ইনকিউবেটিদের চাহিদার প্রেক্ষিতে তাদের উদ্যোগ সম্প্রসারণ ও ব্যাংকেবল করার লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণে ব্যাংক অর্থায়ন প্রাপ্তির লক্ষ্যে প্রস্তাবনা প্রস্তুতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মফিজুল হক মাসুম, সহযোগী অধ্যাপক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এছাড়া সেশন পরিচালনা করেন জনাব ইশতিয়াক আহমেদ রাহাত, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস সাপোর্ট, ব্যাংক এশিয়া। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী, উপমহাব্যবস্থাপক জনাব মো. রাকিব উদ্দিন খান ও সহকারী মহাব্যবস্থাপক জনাব সৈয়দা সুলতানা ইয়াসমিন উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়। ইনকিউবিটি ছাড়াও কয়েকজন সম্ভাবনাময় উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।