Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ডিসেম্বর ২০২৩

২৬ ডিসেম্বর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (BEMMA)-এর সদস্য উদ্যোক্তাদের অংশগ্রহণে ‘এসএমই উদ্যোক্তাদের জন্য পুঁজিবাজার হতে সহজ শর্তে দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের লক্ষ্যে প্রণীত নীতিমালা ও শর্তাবলী অবহিতকরণ’ কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2023-12-27

২৬ ডিসেম্বর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (BEMMA)-এর সদস্য উদ্যোক্তাদের অংশগ্রহণে ‘এসএমই উদ্যোক্তাদের জন্য পুঁজিবাজার হতে সহজ শর্তে দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের লক্ষ্যে প্রণীত নীতিমালা ও শর্তাবলী অবহিতকরণ’ কর্মশালা আয়োজন।


কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BEMMA-এর সভাপতি জনাব মোহাম্মদ আফতাভ জাবেদ, এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর মহাব্যবস্থাপক জনাব মো. ছামিউল ইসলাম। কর্মশালায় অ্যাসোসিয়েশনের এর সদস্য ৪০জন উদ্যোক্তা যোগদান করেন। উদ্যোক্তাদের পুঁজিবাজার থেকে মূলধন আহরণের নিয়মাবলী উপস্থাপন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর সিনিয়র ব্যবস্থাপক।