Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd ফেব্রুয়ারি ২০২৩

১৯-২০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে রাঙামাটি জেলায় ‘ডিজিটাল টুল ব্যবহারের মাধ্যমে এসএমই ব্যবসায় বৈচিত্র্যকরণ’ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2023-02-20
রাঙামাটি জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের উন্নয়নে তথ্য প্রযুক্তি গুরুত্বপুর্ণ ভূমিকা রাখাতে পারে। তাদের ব্যবসার সকল স্তরে Digital Transformation করতে পারলে বর্তমান প্রতিযোগিতার বাজারে তাদের ব্যবসার প্রসারের সুযোগ সৃষ্টি হবে। এলক্ষ্যে রাঙামাটি জেলার উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘ডিজিটাল টুল ব্যবহারের মাধ্যমে এসএমই ব্যবসায় বৈচিত্র্যকরণ’ বিষয়ক কর্মশালা রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর মিলনায়তনে গত ১৯-২০ ফেব্রুয়ারি ২০২৩ আয়োজন করা হয়। কর্মশালায় ডিজিটাল ব্যবসার সুযোগ ও সম্ভাবনা বিষয়ে আলোচনা করা হয়। দুই দিনব্যাপী কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, সভাপতি, রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুর রহমান মানিক, উপব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন। কর্মশালায় রাঙামাটি জেলার উদ্যোক্তাগণ অংশগ্রহণ করে।