Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st August ২০২১

৩১ আগস্ট ২০২১ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের Export Competitiveness for Jobs (EC-4J) শীর্ষক প্রকল্পের Export Readiness Fund (ERF) কম্পোনেন্ট এর আওতায় ‘রপ্তানিকারক এবং রপ্তানি সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদের আর্থিক অনুদান প্রাপ্তিতে সহায়তাকল্পে প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা’ কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2021-08-31

৩১ আগস্ট ২০২১ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের Export Competitiveness for Jobs (EC-4J) শীর্ষক প্রকল্পের Export Readiness Fund (ERF) কম্পোনেন্ট এর আওতায় ‘রপ্তানিকারক এবং রপ্তানি সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদের আর্থিক অনুদান প্রাপ্তিতে সহায়তাকল্পে প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা’ কর্মশালা আয়োজন।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের Export Competitiveness for Jobs (EC-4J) শীর্ষক প্রকল্পের Export Readiness Fund (ERF) কম্পোনেন্ট এর আওতায় আর্থিক অনুদান প্রাপ্তির লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

রপ্তানি বাজারে উদ্যোক্তাদের প্রবেশের ক্ষেত্রে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিসহ পরিবেশ, সামাজিক ও গুণগতমান (ESQ) উন্নতিকরণ, বিনিয়োগ বৃদ্ধি, ডিজাইনসহ রপ্তানিমুখী পণ্য বৈচিত্র্যকরণ ও বহুমুখীকরণের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয় Export Competitiveness for Jobs (EC-4J) শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের Export Readiness Fund (ERF) শীর্ষক কম্পোনেন্টের ম্যাচিং-গ্র্যান্ট প্রোগ্রামের আওতায় চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক, হালকা প্রকৌশল খাত (ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সসহ) এবং Medical and Personal Protective Equipment (MPPE) উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ এবং শর্তসাপেক্ষে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে।

ম্যাচিং-গ্র্যান্ট প্রোগ্রাম হতে রপ্তানিকারক এবং রপ্তানি সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদের অনুদান প্রাপ্তিতে সহায়তাকল্পে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ে এসএমই ফাউন্ডেশন ৩১ আগস্ট ২০২১ সকাল ১১:০০ টায় জুম প্লাটফর্মে একটি কর্মশালা আয়োজন করে।