Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ August ২০২৪

০১ আগষ্ট ২০২৪ এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে নারী-উদ্যোক্তা উন্নয়নে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়নাধীন SheProspers: Elevating Women Entrepreneurs in Bangladesh কর্মসূচির আওতায় প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে কোর্স আউটলাইন প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2024-08-01
০১ আগষ্ট ২০২৪ এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে নারী-উদ্যোক্তা উন্নয়নে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়নাধীন SheProspers: Elevating Women Entrepreneurs in Bangladesh কর্মসূচির আওতায় প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে কোর্স আউটলাইন প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত।
2024-08-12-10-29-2565be7eccffc48bb378bf590f8a4dea
এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে নারী-উদ্যোক্তা উন্নয়নে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়নাধীন SheProspers: Elevating Women Entrepreneurs in Bangladesh কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে ছয় ধাপে বিভিন্ন সহায়তা প্রদান করা হবে। তম্মধ্যে উল্লেখযোগ্য, প্রশিক্ষণ এবং নিয়মিত কোচিংয়ের মাধ্যমে নারী-উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে উপযু্ক্ত করে গড়ে তোলা ও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ঋণ প্রাপ্তি নিশ্চিত করা, নারী-উদ্যোক্তাদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান ও নিয়মিত পরামর্শ সেবার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি, জাতীয় এবং আঞ্চলিক বিভিন্ন মেলায় অংশগ্রহণের জন্য আর্থিক সহায়তা ও পরামর্শ সেবার মাধ্যমে পণ্যের বাজার সংযোগে সহায়তা, কর্মসূচির সহায়তায় ঋণ পেয়েছেন এমন নারীদের অভিজ্ঞায় অন্যদের অনুপ্রাণিত করার লক্ষ্যে জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে কর্মশালা আয়োজন, নতুন নারী-উদ্যোক্তাকে ব্যবসায়ের মৌলিক ধারণা প্রদানের মাধ্যমে পরিকল্পনা মাফিক ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ করা, ইত্যাদি।
০১ আগষ্ট ২০২৪ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে কোর্স আউটলাইন প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহউদ্দিন মাহমুদ, মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান, উপমহাব্যবস্থাপক জনাব আব্দুস সালাম সরদার, সহকারী মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মাসুদুর রহমান, দি এশিয়া ফাউন্ডেশনের পরিচালক জনাব মো. সাদাত সদরুদ্দীন শিবলী, জনাব কামরুল হাসান ভূঁইয়া, সিনিয়র প্রোগ্রাম অফিসার জনাব রত্না মারিয়া রোজারিও, ডেভলার্ন কনসালটেন্সি'র ম্যানেজিং পার্টনার জনাব নাঈম কাশেম এবং এসএমই ফাউন্ডেশনের নারী-উদ্যোক্তা উন্নয়ন উইং-এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কোর্স আউটলাইন প্রণয়নের লক্ষ্যে ফাউন্ডেশনের তালিকাভুক্ত প্রশিক্ষকগণের মধ্য থেকে জনাব ইউসুফ ইফতি, জনাব এএসএম সারোয়ার আলম, জনাব মো. মাহফুজুল হক, জনাব মো. আমিনুল ইসলাম, জনাব সাইদা আফরোজ, জনাব মো. রফিকুল ইসলাম, জনাব খাইরুল বারী, জনাব আতিয়ার রহমান, জনাব মো. বাচ্চু মিয়া ও জনাব পার্থ প্রতিম রায় রিসোর্সপার্সন হিসেবে অংশগ্রহণ করেন।