১৮ নভেম্বর ২০২৪ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)-এর উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় এসএমই উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন ত্বরান্বিতকরণের লক্ষ্যে দেশে একটি ব্লেন্ডেড ফাইন্যান্স ফ্যাসিলিটি চালু করার উদ্যোগের অংশ হিসেবে ফোকাস গ্রুপ আলোচনা (Focus Group Discussion) সভা আয়োজন।
দেশের শীর্ষস্থানীয় ফিনটেক, স্টার্টআপ, ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার। রাগিনী বাজাজ চৌধুরী, আন্তর্জাতিক পরামর্শক, ইউএনডিপি-এর স্থানীয় কার্যালয়ের প্রতিনিধি, এসএমই ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
মূলতঃ জলবায়ু সহিষ্ণু ব্যবসায়ের সাথে খাপ খাওয়ানো বিষয়ে এসএমই উদ্যোক্তাদের অর্থায়ন প্রক্রিয়ায় বাংলাদেশে এ ব্লেন্ডেড ফাইন্যান্সিং এর উপযোগিতা ও এর বাস্তবায়ন সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সাথে মতবিনিময় ও আলোচনার অংশ হিসেবে এই কর্মসূচি আয়োজন করা হয়।