Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st August ২০২২

২৯ আগস্ট ২০২২ বাঁশ ও বেত পণ্যের বাজার সংযোজন এবং রপ্তানির সুযোগ সৃষ্টির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে হ্যান্ডিক্র্যাফট পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মানিকগঞ্জের ঘিওর বাঁশ-বেত শিল্প ক্লাস্টার পরিদর্শন।


প্রকাশন তারিখ : 2022-08-31

২৯ আগস্ট ২০২২ বাঁশ ও বেত পণ্যের বাজার সংযোজন এবং রপ্তানির সুযোগ সৃষ্টির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে হ্যান্ডিক্র্যাফট পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মানিকগঞ্জের ঘিওর বাঁশ-বেত শিল্প ক্লাস্টার পরিদর্শন।

বিশ্বব্যাপী টেকসই, পরিবেশবান্ধব গ্রীন পণ্যের কদর দিনদিন বেড়েই চলছে। বিশ্ববাজারে পরিবেশবান্ধব টেকসই পণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। তারই ধারাবাহিকতায়  করেন। প্রতিনিধিদলে ছিলেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান এবং ক্লাস্টার উইং-এর অন্যান্য কর্মকর্তা, নেচার ক্র্যাফট বাংলাদেশ-এর স্বত্বাধিকারী জনাব মেহেদী হাসান এবং তরঙ্গ-এর সিইও জনাব কোহিনূর ইয়াসমিন। পরিদর্শনকালে উদ্যোক্তারা ক্রেতা ও রপ্তানিকারকদের তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন করেন। ক্রেতারা পণ্য যাচাই-বাছাই ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময়ের প্রেক্ষিতে প্রাথমিকভাবে কিছু পণ্য অর্ডার করেন এবং ভবিষ্যতে ক্লাস্টার থেকে পণ্য সংগ্রহের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।