১৭ সেপ্টেম্বর ২০২৪ ‘Strengthening partnership between Small & Medium Enterprise Foundation and ILO’ কর্মশালা ILO Bangladesh-এর সম্মেলন কক্ষে আয়োজন।
কর্মশালায় এসএমই ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কর্মকর্তাবৃন্দ এসএমই খাতের উন্নয়নে দুই সংস্থার সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করেন।
উক্ত কর্মশালায় এসএমই ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহউদ্দিন মাহমুদ, মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার, মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান, মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ, ILO Bangladesh এর পক্ষে উপস্থিত ছিলেন Mr. Gunjan Dallakoti, Head of Programs, ILO Bangladesh, Mr. Pedro Jr. Bellen, Chief Technical Advisor, ILO Bangladesh, Nabin Kumar Karna, Technical expert, Enterprise Development, Mr. Alexius Chicham, National Programme Officer-Enterprise Development।
এসএমই নীতিমালা, জাতীয় শিল্প নীতি এবং সংশ্লিষ্ট বিদ্যমান অন্যান্য কৌশল পর্যালোচনার পাশাপাশি এসএমই খাতের উন্নয়নের লক্ষ্যে এই খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং নতুন বাজারে প্রবেশ-এ সহায়তা, বিদ্যমান প্রশিক্ষণ সেবা ও বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট সার্ভিস (BDS) এর মানোন্নয়ন-এ যৌথ সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করা ছিল এই কর্মশালার উদ্দেশ্য। এছাড়াও, ইনফরমাল সেক্টরের ফরমালাইজেশনে প্রয়োজনীয় পদক্ষেপ, শোভন কর্মপরিবেশ, কাজের শর্তাবলী উন্নত করা, সামাজিক সুরক্ষা বৃদ্ধি করা, শ্রমিকদের অধিকার রক্ষা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয়েও কর্মশালায় আলোচনা হয়।