১১ ফেব্রুয়ারি ২০২১ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘এসএমই উন্নয়নে মেধাস্বত্ব অধিকার’ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এসএমই-র জ্ঞানভিত্তিক সম্পদের আইনী অধিকার সুরক্ষা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রতিযোগিতা সক্ষমতা উন্নয়নে সচেতনতা তৈরির লক্ষ্যে ওয়েবিনারটি আয়োজন করা হয়। ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে জনাব আনোয়ার হোসেন চৌধুরী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এবং প্যানেল আলোচক হিসেবে জনাব মোঃ আবদুস সাত্তার, রেজিস্ট্রার, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের প্রযুক্তি উন্নয়ন উইং-এর মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান স্বাগত বক্তব্য প্রদান করেন। সভাপতিত্ব করেন ড. মোঃ মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন। উক্ত ওয়েবিনারে মোট ৭৫ জন উদ্যোক্তা/প্রতিনিধি ও অংশীজন অংশগ্রহণ করেন।