১৫ অক্টোবর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ময়মনসিংহে ‘বিভাগীয় এসএমই উদ্যোক্তা-ব্যাংকার সম্মেলন ২০২৩' কর্মসূচির আয়োজন।
প্রকাশন তারিখ
: 2023-10-17
১৫ অক্টোবর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ময়মনসিংহে ‘বিভাগীয় এসএমই উদ্যোক্তা-ব্যাংকার সম্মেলন ২০২৩' কর্মসূচির আয়োজন।
এসএমই খাতে অর্থায়ন সহজীকরণ, ঋণ প্রবাহ বৃদ্ধি, সচেতনতা তৈরি এবং এসএমই উদ্যোক্তা-ব্যাংকার সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জনাৰ উম্মে সালমা তানজিয়া; বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) জনাব মো. ওছমান গনি এবং ময়মনসিংহ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি জনাব আমিনুল হক শামীম সিআইপি। অনুষ্ঠানে সন্মানীয় অতিথি ছিলেন ময়মনসিংহ এর জেলা প্রশাসক জনাব মো. মোস্তাফিজার রহমান।
ফাউন্ডেশনের ফাইন্যান্স অ্যান্ড ক্রেডিট অনুবিভাগের দায়িত্বপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহা উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য এবং কর্মসূচি আয়োজনের উদ্দেশ্য ও সার্বিক বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ফাউন্ডেশনের উদ্যোক্তা উন্নয়ন সংশ্লিষ্ট কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। এছাড়া প্রতিনিধিবৃন্দের মধ্যে সোনালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক জনাব জাহিদুল ইসলাম মোল্যা এবং জাতীয় জয়ীতা ও সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জনাব আরিফা ইয়াসমিন ময়ুরী বক্তব্য প্রদান করেন।
সম্মেলনে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা) জেলা চেম্বার, অ্যাসোসিয়েশন, জেলা নাসিব ও বিভিন্ন এসএমই ক্লাস্টার থেকে ৪০০ এর অধিক উদ্যোক্তা এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ১৫০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।