২০-২৪ সেপ্টেম্বর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে মানিকগঞ্জে 'বাঁশ-বেতজাত পণ্যের বহুমুখীকরণ' প্রশিক্ষণ আয়োজন।
মানিকগঞ্জের ঘিওরের বড়টিয়া, গোয়ালডাঙ্গী, জাবরা, তরা (মির্জাপুর), কেল্লাই, উভাজানী এলাকায় বংশ পরম্পরায় বাঁশ ও বেত শিল্পের সঙ্গে জড়িত ৫ শতাধিক পরিবার। বড়টিয়া ইউনিয়নের উত্তর শ্রীবাড়ী ঋষিপাড়া গ্রামের ১২০-১৩০টি পরিবার এখনো বাঁশ ও বেত দিয়ে তৈরি উন্নতমানের খোল, ধামা, কাঠা, রিং, সেলেন্ডার, ফুটকাপ, টিফিন ক্যারিয়ার, নৌকা বাসকেট, শেড, পালা দাঁড়ি, টুড়ি, কুলা, ডালা, ঝুড়ি, চালুন, চাটাই মোড়া, খালোই, টুকরি, চেয়ারসহ হরেক রকমের নিত্য নতুন প্রয়োজনীয় সামগ্রী তৈরি করে থাকেন, যা জেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রয় করা হয়। এমনকি এ অঞ্চলের তৈরি এসব কুটির শিল্প সামগ্রী রাজধানী ঢাকা হয়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশেও যাচ্ছে। বর্তমানে কাচাঁমালের অভাব, দক্ষ জনবল, বাজারজাতকরণের অসুবিধার কারণে অধিকাংশ পরিবারই পেশা বদল করে জীবিকা নির্বাহ করছেন। মানিকগঞ্জে ঐতিহ্যবাহী ঘিওর হাটের বেত শিল্প আজ প্রায় বিলুপ্ত হতে চলেছে।
এসএমই ফাউন্ডেশন কাস্টারভিত্তিক শিল্প উন্নয়নের লক্ষ্যে বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে, তার মধ্যে প্রশিক্ষণ অন্যতম। তারই অংশ হিসাবে মানিকগঞ্জের ঘিওরের বাঁশ-বেত শিল্প ক্লাস্টার উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গুণগত, আধুনিক পণ্য উৎপাদন এবং পণ্যের বহুমুখীকরণে উৎসাহ প্রদানের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঘিওর বাঁশ ও বেত শিল্প ক্লাস্টারের সহযোগিতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণে ৩২জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ দেলোয়ার হোসেন।