Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ অক্টোবর ২০২৪

১৭ অক্টোবর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহায়তায় এসএমই উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিতকরণসহ ঋণ প্রাপ্তির সুযোগ সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামে 'Financial Literacy for Financial Inclusion of SMEs' কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-10-20

১৭ অক্টোবর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহায়তায় এসএমই উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিতকরণসহ ঋণ প্রাপ্তির সুযোগ সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামে 'Financial Literacy for Financial Inclusion of SMEs' কর্মশালা আয়োজন।

কর্মশালায় ঋণ পাওয়ার যোগ্য তবে যথাযথ প্রস্তুতির অভাবে ঋণ না পাওয়া উদ্যোক্তাদের গ্রুমিং ও ব্যাংকের সাথে সংযোগ স্থাপন করানো হয়। ফাউন্ডেশনের অংশীদার আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের, আগ্রাবাদ শাখার সংশ্লিষ্ট এসএমই ঋণ কর্মকর্তা কর্মশালায় উদ্যোক্তাদের এসএমই অর্থায়ন ও ব্যাংক ঋণ গ্রহণের প্রক্রিয়া বিষয়ে ভিন্ন সেশনের মাধ্যমে অবহিত করেন এবং উদ্যোক্তাদের ঋণ আবেদন পূরণের নিয়মাবলী ও সহায়ক ডকুমেন্টস বিষয়ে পর্যবেক্ষণ প্রদান করেন। এছাড়া উদ্যোক্তাদের আর্থিক পরিকল্পনা, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ব্যাংক ঋণ পাওয়ার উপায়, ডিজিটাল ব্যাংকিং এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সম্পর্কে সার্বিক ধারণা প্রদান করেন ফাউন্ডেশনের উপব্যবস্থাপক জনাব সাজু বড়ুয়া।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার। অতিথি ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক (সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট) জনাব মো. আমান উল্লাহ। কর্মশালায় ৪০জন এসএমই উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. নাজিম হাসান সাত্তার উদ্যোক্তাদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি এসএমই ঋণ পাওয়ার ক্ষেত্রে উদ্যোক্তাদের যথাযথ প্রস্তুতি ও ব্যাংকার-উদ্যোক্তা সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।