২৬ জানুয়ারি- ১৭ ফেব্রুয়ারি ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় সৌন্দয্য শিল্পখাতের উদ্যোক্তাদের জন্য ‘অ্যাডভান্স বিউটিফিকেশন অ্যান্ড পার্লার ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ আয়োজন।
প্রশিক্ষণে স্কিন কেয়ার, পার্টি ও ব্রাইডাল মেকআপ, হেয়ার স্টাইল, পেডিকিউর, মেনিকিউর, হেয়ার কালারিং, হেয়ার ট্রিটমেন্ট, অ্যাডভান্স বিউটি ট্রিটমেন্ট এবং কৌশল, অ্যাডভান্স স্কিনকেয়ার কৌশল, নেইল কেয়ার অ্যান্ড আর্ট, মেকাপ এবং স্পেশাল ইফেক্ট, বডি ট্রিটমেন্ট, আইভ্রু এবং আইল্যাস ট্রিটমেন্ট পার্লার ব্যবস্থাপনা বিভিন্ন প্রকার ফেসিয়ালসহ সৌন্দর্য-সেবার বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান লাভ করেন। এছাড়া পার্লার ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ব্র্যান্ডিং মূল্য নির্ধারণ, বিউটিফিকেশন ইন্ডাস্ট্রির হেলথ-হাইজিন, গ্রুমিং, কেস স্টাডি, আয়ুর্বেদ রূপচর্চা বিষয়ে সার্বিক ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মো. আব্দুস সালাম সরদার সনদ বিতরণ করেন।