Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ August ২০২২

১১ আগস্ট ২০২২ সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউন্ডেশনের ‘রিভলভিং ফান্ড’ থেকে ঋণ বিতরণের লক্ষ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর।


প্রকাশন তারিখ : 2022-08-11

১১ আগস্ট ২০২২ সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউন্ডেশনের ‘রিভলভিং ফান্ড’ থেকে ঋণ বিতরণের লক্ষ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর।

সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউন্ডেশনের অনুকূলে ছাড়কৃত এবং ফাউন্ডেশনের নিজস্ব তহবিল দ্বারা গঠিত ‘রিভলভিং ফান্ড’ থেকে উদ্যোক্তা পর্যায়ে ঋণ বিতরণের লক্ষ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এসএমই ফাউন্ডেশন। ১১ আগস্ট ২০২২, বৃহস্পতিবার এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মো. মাসুদুর রহমানের উপস্থিতিতে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আব্দুল মান্নান স্বীয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহ উদ্দিন মাহমুদ, মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার, জনাব ফারজানা খান, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপমহাব্যবস্থাপক জনাব শওকত শহীদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৭ জুলাই ২০২২ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ১৫টি ব্যাংক ও ৩টি আর্থিক প্রতিষ্ঠানের সাথে একই কর্মসূচির আওতায় চুক্তি স্বাক্ষর হয়।