Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ নভেম্বর ২০২২

১৯ নভেম্বর ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন 'রিভলভিং তহবিল' থেকে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)-এর সদস্য উদ্যোক্তাদের অর্থায়নের উদ্দেশ্যে ‘উদ্যোক্তা-ব্যাংকার ঋণ ম্যাচমেকিং মতবিনিময় সভা' আয়োজন।


প্রকাশন তারিখ : 2022-11-19

১৯ নভেম্বর ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন 'রিভলভিং তহবিল' থেকে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)-এর সদস্য উদ্যোক্তাদের অর্থায়নের উদ্দেশ্যে ‘উদ্যোক্তা-ব্যাংকার ঋণ ম্যাচমেকিং মতবিনিময় সভা' আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রেসিডেন্ট জনাব মো. জসিম উদ্দিন। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)-এর সভাপতি জনাব সামিম আহমেদ। সভায় ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহা ফাউন্ডেশনের রিভলভিং তহবিলের আওতায় বাস্তবায়নাধীন ঋণ কর্মসূচি সম্পর্কে ধারণা প্রদান করেন। অনুষ্ঠানে বিপিজিএমইএ-এর সহ-সভাপতি জনাব কে এম ইকবাল হোসেন বক্তব্য প্রদান করেন। কর্মসূচিতে বিপিজিএমইএ সদস্য উদ্যোক্তাগণ, অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।