Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুলাই ২০২৩

২৬ জুলাই ২০২৩ পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মো. শাহরিয়ার আলমের সাথে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের নেতৃত্বে ক্লাস্টার উন্নয়ন বিভাগের কর্মকর্তাদের সভা।


প্রকাশন তারিখ : 2023-07-26
২৬ জুলাই ২০২৩ পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মো. শাহরিয়ার আলমের সাথে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের নেতৃত্বে ক্লাস্টার উন্নয়ন বিভাগের কর্মকর্তাদের সভা।
অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন ক্লাস্টার উন্নয়ন বিভাগের উপমহাব্যবস্থাপক আবু মঞ্জুর সাঈফ এবং সহকারী মহাব্যবস্থাপক রাহুল বড়ুয়া। এসময় কালুহাটি পাদুকা শিল্প ক্লাস্টারে কমন ফ্যাসিলিটি সেন্টার (সিএফসি) স্থাপনের সার্বিক অগ্রগতি বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়। উল্লেখ্য, ২৬ মে ২০২৩ থেকে কালুহাটি পাদুকা শিল্প ক্লাস্টারে কমন ফ্যাসিলিটি সেন্টারের যন্ত্রপাতি স্থাপনের (সেট-আপ, ইনস্টেলেশন, ইলেকট্রিক্যাল ওয়ারিং ইত্যাদি) কার্যক্রম শুরু হয়েছে। ক্লাস্টারটিতে কমন ফ্যাসিলিটি সেন্টার (সিএফসি) সফলভাবে চালু হলে ক্লাস্টার পণ্যের উৎপাদন ব্যয় কমবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। পণ্য উৎপাদনে অত্যাধুনিক মেশিনারি ব্যবহারের ফলে ক্লাস্টার উদ্যোক্তাগণ স্থানীয় ও জাতীয় বাজারে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। ফলে অঞ্চলটিতে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে ক্লাস্টারটির ভূমিকা বৃদ্ধি পাবে।
এছাড়া সভায় দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে আন্তর্জাতিক ট্রেড ফ্যাসিলিটেশন সংস্থাসমূহের সাথে দেশের এসএমই উদ্যোক্তাদের সংযোগ স্থাপনে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এসএমই ফাউন্ডেশন যৌথভাবে কার্যক্রম জোরদার করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।