০৩ মার্চ ২০২৫ এসএমইদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের উদ্দেশ্যে ফিনটেক প্রতিষ্ঠা ‘FAUREE’র প্রতিনিধি দলের সাথে এসএমই ফাউন্ডেশনের বৈঠক।
০৩ মার্চ ২০২৫ এসএমইদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের উদ্দেশ্যে ফিনটেক প্রতিষ্ঠা ‘FAUREE’র একটি প্রতিনিধি দল ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নাজিম হাসান সাত্তারের সাথে সাক্ষাৎ করেন। সাপ্লাই চেইন সমাধান, ডিজিটাল পেমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল অপ্টিমাইজেশান, সর্বোপরি এসএমইদের আর্থিক অন্তর্ভুক্তিকরণে নিয়োজিত এই ফিনটেক প্রতিষ্ঠান ফাউন্ডেশনের সাথে কৌশলগত দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশের এসএমইদের জন্যে একটি সাপ্লাই চেইন প্ল্যাটফর্ম চালু করার পরিকল্পনা করেছে যার মাধ্যমে উদ্যোক্তা, সাপ্লায়ার, ফাইন্যান্সার ও ক্রেডিট গ্যারান্টর একই ছাতার নিচে আসবে। সভায় ‘FAUREE’র পরিচালক জনাব সিব আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আজহার তাসাদ্দুক এবং আইনি উপদেষ্টা জনাব টবি ক্যাডম্যান উপস্থিত ছিলেন।