০৫ জুলাই ২০২৪ যশোরের এসএমই ক্লাস্টারের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে 'ক্রিকেট ব্যাট ও হ্যান্ডিক্রাফটস শিল্পোন্নয়নে করণীয়' কর্মশালা আয়োজন।
ব্যাংকার-উদ্যোক্তা সমন্বয়ে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহউদ্দিন মাহমুদ,মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান, উপমহাব্যবস্থাপক জনাব আবু মঞ্জুর সাঈফ, সহকারী মহাব্যবস্থাপক জনাব রাহুল বড়ুয়া এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক জনাব মোহাম্মদ আশিকুর রহমান, অতিরিক্ত পরিচালক জনাব মো. মাহবুবুর রহমান, যুগ্ম পরিচালক জনাব অভীক চৌধুরী। কর্মশালায় উদ্যোক্তাগণ অর্থায়নে প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন এবং ১১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সমাধানে করণীয় বিষয়ে আলোচনা করেন। কর্মশালা শেষে এসএমই ফাউন্ডেশন এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিগণ যশোর নকশি অ্যাসোসিয়েশন কর্তৃক বাঘডাঙ্গা, চূড়ামনকাটিতে স্থাপিত সেলাই সেন্টার উদ্বোধন করেন।