১০ এপ্রিল ২০২৫ এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন জনাব মো. মুসফিকুর রহমানের সাথে WIPO-এর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভাগীয় পরিচালক Mr. Andrew Ong-এর সৌজন্য সাক্ষাত।
সাক্ষাতে তিনি বাংলাদেশে নারী-উদ্যোক্তাদের সামগ্রিক পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা, LDC graduation -এর পরবর্তীতে নারী-উদ্যোক্তাদের উন্নয়নে Intellectual Property নিয়ে সচেতনতা এবং এ সম্পর্কিত ভবিষ্যত কর্ম পরিকল্পনা হিসেবে WIPO এর সহযোগিতায় ৩টি কর্মশালা আয়োজনের বিষয়ে আলোচনা করেন। ভবিষ্যতে এসএমই ফাউন্ডেশন ও WIPO-এর কার্যপরিধি বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন । সাক্ষাতে ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব ফারজানা খান এবং শিল্প মন্ত্রণালয়ের ডিপিডিটির সহকারী পরিচালক জনাব বেলাল হোসেন উপস্থিত ছিলেন ।