৩১ অক্টোবর ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইলের কয়েকটি এসএমই ক্লাস্টারের উদ্যোক্তাসহ ক্ষুদ্র ও নারী-উদ্যোক্তাদের স্বল্প সুদে জামানতবিহীন ঋণ প্রদানের উদ্দেশ্যে এবং ফাউন্ডেশনের অংশীদার ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে উদ্যোক্তাদের সংযোগ স্থাপনের লক্ষ্যে ‘এসএমই উদ্যোক্তা-ব্যাংকার মতবিনিময় ও ঋণ বিতরণ’ কর্মসূচি আয়োজন।
কর্মসূচিতে ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কার্যক্রমের আওতায় পরিচালিত 'রিভলভিং তহবিল' থেকে ১৮জন উদ্যোক্তার মাঝে ২ কোটি ৬ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির (নাসিব) সভাপতি ও ফাউন্ডেশনের পরিচালক জনাব মির্জা নুরুল গণী শোভন সিআইপি এবং সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। সভায় ফাউন্ডেশনের 'রিভলভিং তহবিল' থেকে ঋণ বিতরণ নীতিমালার বিভিন্ন বিষয় উপস্থাপন করেন ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহা। ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক আবু মঞ্জুর সাঈফ সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন। ফাউন্ডেশনের কর্মকর্তা, অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের টাঙ্গাইল অঞ্চলের কর্মকর্তাবৃন্দ, ক্লাস্টার, ট্রেডবডি, চেম্বার, নারী-উদ্যোক্তা সংগঠন ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের উদ্যোক্তাগণ সভায় অংশগ্রহণ করেন।