Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ডিসেম্বর ২০২৪

২৩-২৪ ডিসেম্বর ২০২৪ World bank ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং innovision-এর সহায়তায় এসএমই নারী-উদ্যোক্তা এবং বাণিজ্যিক ক্রেতাদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টির লক্ষ্যে ‘Corporate Connect: Empowerlink Expo:Empowering women entrepreneurs Through Connections’ এক্সপো আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-12-26

২৩-২৪ ডিসেম্বর ২০২৪ World bank ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং innovision-এর সহায়তায় এসএমই নারী-উদ্যোক্তা এবং বাণিজ্যিক ক্রেতাদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টির লক্ষ্যে ‘Corporate Connect: Empowerlink Expo:Empowering women entrepreneurs Through Connections’ এক্সপো আয়োজন।

পণ্যের বাজার সংযোগ বা বাজারজাতকরণ নারী-উদ্যোক্তাদের ব্যবসা প্রসারে অন্যতম বাধা। তাই নারী-উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য করপোরেট প্রতিষ্ঠানে বিক্রিতে সহায়তা করতে ইতোমধ্যে প্রতিষ্ঠা করা হয়েছে এসএমইএফ সাপ্লাইয়ারস প্ল্যাটফর্ম ফর উইমেন এন্টারপ্রিনিউরস।

এই প্ল্যাটফর্ম নারী-উদ্যোক্তাদের পণ্যের বাজার খুঁজে পেতে, বিশেষ করে করপোরেট হাউসে পণ্য বিক্রি সহায়তা করতে World bank ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং innovision-এর সহায়তায় আগারগাঁওয়ের পর্যটন ভবনে আয়োজিত প্রর্দশনীতে সারা দেশের ৫০জন নারী-উদ্যোক্তা তাঁদের উৎপাদিত পণ্য নিয়ে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী নারী-উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত বুটিক পণ্য, পাটজাতপণ্য, চামড়াজাত পণ্য, হস্তশিল্প, জুয়েলারি, অ্যাগ্রো প্রসেসিং পণ্য বাণিজ্যিক ক্রেতাদের জন্য প্রদর্শন করেন।

প্রর্দশনীতে দেশের প্রায় ১০০ কর্পোরেট প্রতিষ্ঠান এবং ফ্যাশন হাউজকে আমন্ত্রণ জানানো হয়েছিলো। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং স্বত্ত্বাধিকারীগণ দুই দিন বিভিন্ন সময়ে প্রর্দশনীতে আসেন উদ্যোক্তাদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

প্রর্দশনীর উদ্বোধন করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান, World Bank-এর সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিষ্ট জনাব হোসনা ফেরদৌস সুমি এবং ইনোভেশন-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব রুবাইয়াত সারওয়ার।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করেন এবং তাদের সাথে মতবিনিময় করেন।
অংশগ্রহণকারী নারী-উদ্যোক্তাদের পণ্যের গুণগতমান, ডিজাইন, রংয়ের ব্যবহার পাইকারি মূল্য এবং উৎপাদন সক্ষমতা যাচাইয়ের মাধ্যমে বাণিজ্যিক ক্রেতাগণ সাপ্লাইয়ার নির্বাচন করতে পারবেন। এমন একটি প্ল্যাটফর্মের মাধ্যমে বাণিজ্যিক ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পেরে উদ্যোক্তারাও তাদের উৎপাদিত পণ্য নিয়ে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেন।