Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ অক্টোবর ২০২৪

২৭ অক্টোবর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংক, খুলনা কার্যালয়ের সহযোগিতায় ‘ফাইন্যান্সিয়াল লিটারেসি অন এসএমই ব্যাংকিং’ কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-10-28
২৭ অক্টোবর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংক, খুলনা কার্যালয়ের সহযোগিতায় ‘ফাইন্যান্সিয়াল লিটারেসি অন এসএমই ব্যাংকিং’ কর্মশালা আয়োজন।
বাংলাদেশ ব্যাংক, খুলনা কার্যালয়ের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব এস, এম, হাসান রেজা, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, খুলনা কার্যালয়। এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনাব বিষ্ণুপদ কর, পরিচালক (সুপারভিশন), বাংলাদেশ ব্যাংক, খুলনা কার্যালয় এবং জনাব নওশাদ মোস্তাফা, পরিচালক (এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ), বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়। অংশগ্রহণ করেন খুলনার বিভিন্ন ব্যাংকের জোনাল হেড, ব্যবস্থাপকবৃন্দ ও বাংলাদেশ ব্যাংক প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহা।
কর্মশালায় ৪টি ওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়। সেশনসমূহে খুলনায় কার্যরত বিভিন্ন ব্যাংকের এসএমই ঋণ সংশ্লিষ্ট ৫৫জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। Policies, Guidelines and Circulars of Bangladesh Bank in Enhancement of SME Financing বিষয়ে জনাব নওশাদ মোস্তফা, পরিচালক (এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ), বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়; Experience Sharing: SME Loan Appraisal, Disbursement, Monitoring and Recovery বিষয়ে জনাব মো. সাইফুদ্দৌলা শামীম, Executive Vice President & Head of Sales (Asset & Liability), Small & Microfinance, সিটি ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা; Role of SME Foundation for Development of SMEs in Bangladesh and Non-financial Services from Sustainable SME Banking বিষয়ে জনাব মো. নাজিম হাসান সাত্তার, মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন এবং Role of Local Bankers for Regional SME Financing বিষয়ে জনাব সুমন চন্দ্র সাহা, এসএমই ফাউন্ডেশন সেশন পরিচালনা করেন।
উল্লেখ্য, এসএমই খাতে ঋণ সরবরাহ বৃদ্ধিকল্পে বাস্তবায়নাধীন বিভিন্ন তহবিল, বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন নীতিমালা, সার্কুলার, প্রকাশনা, কর্মসূচি ইত্যাদি বিষয়ে অবহিতকরণসহ এসএমই ঋণ অনুমোদন ও আদায় সম্পর্কিত কৌশল এবং দেশি-বিদেশি সফল ঋণ মডেল সম্পর্কে ব্যাংকারদের ধারণা প্রদানের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে ‘ফাইনান্সিয়াল লিটারেসি অন এসএমই ব্যাংকিং’ কর্মশালা আয়োজন করা হয়ে থাকে। এতে করে ব্যাংকারগণ এসএমই ঋণের বিষয়ে অধিকতর ধারণা অর্জন করেন এবং তাঁদের মধ্যে এসএমই ঋণের প্রতি অনুকূল মনোভাব সৃষ্টি হয়, যা উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজতর করে।