২৬ নভেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশনে এসএমই বিজনেস ইনকিউবেশন সেন্টারের ইনকিউবেটিদের জন্য ‘নিরাপদ খাদ্য তৈরিতে এসএমই উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ’ কর্মশালা আয়োজন।
কর্মশালায় নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ ও বিক্রয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব ও কার্যাবলী সম্পর্কে উদ্যোক্তাদের অবহিত করা হয়। কর্মশালায় সেশন পরিচালনা করেন জনাব মেহরীন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. আব্বাস আলী। কর্মশালায় ইনকিউবেটি ছাড়াও কয়েকজন সম্ভাবনাময় উদ্যোক্তা অংশগ্রহণ করেন।